বুধবার ১৫ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Sumit | ২৭ এপ্রিল ২০২৪ ১৫ : ৫১Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: বীরভূমের সভা থেকে ফের একবার বিজেপিকে তীব্র আক্রমণ করলেন অভিষেক ব্যানার্জি। তিনি বলেন, ‘আগামী ১৩ মে আপনারা জোড়াফুলের বোতাম টিপবেন। এমনভাবে বোতাম টিপবেন যে দিল্লিতে ভূমিকম্প হবে। পদ্মফুল চোখে সর্ষেফুল দেখবে। কথা দিচ্ছি, লক্ষীর ভান্ডার কেউ বন্ধ করতে পারবে না। এদিন মঞ্চে দাঁড়িয়ে বিজেপি নেত্রীর বক্তব্যের অডিয়ো শোনান অভিষেক। এরপর তিনি বলেন, দীপা চক্রবর্তী নামের ওই নেত্রী একটি সভায় বলেছেন, লক্ষীর ভান্ডার বন্ধ করে দেওয়া হবে।’
এরপর বিজেপির নির্বাচনী ইস্তাহারকে কটাক্ষ করেন অভিষেক। তিনি বলেন, ‘বিজেপির ইস্তাহারে বলা হচ্ছে ৫ বছরে একবার ভোট দেবেন। এই ভোটই আপনাদের জীবনের শেষ ভোট হতে পারে। এরপর হয়তো সংবিধান পাল্টে দেবে।’
হাই কোর্টের নির্দেশে ২৬ হাজার চাকরি বাতিল নিয়েও এদিন সরব ছিলেন অভিষেক। তিনি বলেন, ‘তর্কের খাতিয়ে মেনে নিচ্ছি কিছু লোক দুর্নীতি করেছেন। কিন্তু এই ২৬ হাজারের মধ্যে ৮০-৯০ শতাংশ মেধাবী। মমতা চাকরি দিচ্ছেন, মোদি নিচ্ছেন।’
বীরভূমে বিজেপির প্রার্থী বদল নিয়ে অভিষেক বলেন, ‘যারা প্রার্থী ঠিক করতে পারছেন না, তাদের নিয়ে আর কী বলব। এখনও কেউ জানে না এখানে প্রার্থী কে। ১৫ দিনে দুবার প্রার্থী বদল হয়েছে।’
বীরভূম থেকে মোদিকে সরাসরি আক্রমণ করে অভিষেক বলেন, ‘মোদি বলেছেন ১০ বছরে তাঁর দল ট্রেলার দেখিয়েছে। এবার জিতলে সিনেমা দেখাবে। ১০ বছরে রান্নার গ্যাস হাজার টাকা, ডিজেল ৯২ টাকা, পেট্রল ১০০ টাকা, কেরোসিন ৭৫ টাকা, এরপরও সিনেমা দেখতে চান ?’